Personal Blog (Supriyo)

All About Me (Supriyo)

LightBlog

Breaking

Wednesday, 10 April 2019

6 November 2015 At Sumon Coffee House With Bhloa (Sagar Sarkar)

Friendship Goal

দিনটা ছিল ৬ নভেম্বর ২০১৫ ক্লাস ৯ এর বার্ষিক পরীক্ষা শেষ। ক্লাস ৯ এ আমার রোল ছিল ৭ , ভোলা এর রোল ছিল ৬ । দুই জন দেখা দেখি করে পরীক্ষা দিয়ে পরিকল্পনা করলাম যে ঘুরতে যাবো। বিকাল ৫ তার দিকে ভোলা Scotty নিয়ে আসে। গাজল ট্রেন স্টেশন এর কাছে গিয়ে আমি বললাম যে আমাকে চালাতে দে । এর আগে আমি কোনো দিন ও Scotty Bike কিছুই চালাই নি তাও ভোলা কে বললাম যে "আরে আমি সেই চালাতে পারি । দিদি এর টা অনেক বার চালিয়েছি দে ,দে,দে, চালাই। ভোলা দিয়ে দিল । ভোলা কে নামিয়ে আমি Scotty নিয়ে ট্রেন স্টেশন থেকে গরুহাটি দিয়ে বাস স্ট্যান্ড দিয়ে আমার স্টেশন এ গেলাম ভোলা কে আনতে । গিয়ে দেখি ভোলা খুব চিন্তায় ওর Scotty এর জন্য আর আমার জন্যও। তার পর ভাবলাম সুমন কফি হাউস যাবো । ভাবা ও শেষ Scotty নিয়ে বেড়ানো ও কমপ্লিট । জওয়ার সময় আমি চালাচ্ছিলাম ৭৯-৮০ স্পীড এ। গিয়ে ১ কাপ করে কফি খেলাম ফটো তুললাম দিয়ে । তার পর বাড়ি ফিরলাম । বাড়ি ফিরে ভোলা এর সাথে মালদা জাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারিনি কারণ বাড়িতে সেই সময় দিদি এর বিয়ে চলছিল ।

2 comments: